A few words

About Us

History
আমাদের গল্প মাদারগঞ্জ সমিতি - ঢাকা গড়ে উঠেছে ঢাকায় বসবাসরত মাদারগঞ্জবাসীর ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহায়তার বন্ধন থেকে। এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যা মাদারগঞ্জ উপজেলার মানুষের মধ্যে সম্পর্ক জোরদার, শিক্ষায় সহায়তা, সমাজসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি— একসাথে এগিয়ে গেলে মাদারগঞ্জবাসীর স্বপ্নগুলো হবে আরও উজ্জ্বল, এবং সমাজ হবে আরও শক্তিশালী ও মানবিক।
আমাদের সম্পর্কে

মাদারগঞ্জ সমিতি – ঢাকা
ঢাকাস্থ মাদারগঞ্জ উপজেলা সমিতি (মাদারগঞ্জ সমিতি – ঢাকা) ঢাকায় বসবাসরত জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মানুষের একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই সমিতি মাদারগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

আমাদের সমিতি মাদারগঞ্জ উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসারে দৃঢ়প্রতিজ্ঞ। ঢাকায় বসবাসরত মাদারগঞ্জবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে আমরা একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিই। পাশাপাশি আমরা মাদারগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন এবং নতুন প্রজন্মকে আমাদের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করি।

 

আমাদের লক্ষ্য

✅ ঢাকায় মাদারগঞ্জবাসীর মধ্যে ঐক্য ও বন্ধন তৈরি করা
✅ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখা
✅ মাদারগঞ্জ উপজেলার উন্নয়নমূলক কাজকে সহায়তা করা
✅ জরুরি প্রয়োজনে সদস্যদের পাশে থাকা এবং সহমর্মিতা প্রকাশ করা
✅ নতুন প্রজন্মের মধ্যে মাদারগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য চর্চার উৎসাহ জাগানো

আমাদের অঙ্গীকার

আমরা বিশ্বাস করি, মাদারগঞ্জবাসীর একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মাদারগঞ্জ সমিতি – ঢাকা সেই লক্ষ্যেই এগিয়ে চলছে, সহমর্মিতা, সংস্কৃতি ও সেবার মশাল হাতে।

Come work with us

If you would like to work for an organisation making a real impact non mauris vitae erat consequat auctor eu in.

Our partners
Want to make a difference?

Help us raise money for our humanitarian causes