আমাদের কর্মসুচি

১৭৬০ খ্রিষ্টাব্দে সারা বাংলা যখন ইংরেজ অত্যাচারে শশ্বানে পরিণিত,ব্যাপক বিশৃঙ্খলা অরাজগতায় ভরে গেছে,বাংলা মসনদে বসে পুতুল নবাব সমস্ত ক্ষমতা ইংরেজ সাহেবদের হাতে ঠিক সেই সময় শুরু হয় ছিয়াত্তরের মন্বন্তর। আর এমন একটা সময়ে বাংলার মানুষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ফকির সন্নাসীরা আধ্যাত্মিক সাধনা ছেড়ে এদেশে চলে আসে। তাদের প্রধান আখাড়াছিল নেপালের গোরখপুর জেলার মাখনপুরে। তারা এদেশে এসে বগুড়ার মহাস্থনগড় এবং ময়মনসিংহ জেলার দাওকোবা নদীর দুর্গম চরে আখড়া স্থাপন করে। দাওকোব নদী ছিল ব্রক্ষপুত্রের একটি শাখা। যা বর্তমানে যমুনা নদী হিসেবে পরিচিত। তখন আজকের প্রবাহমান যমুনা নদীর কোন অস্তিত্ব ছিল না।১৭৭৮ সালে ইংরেজ জরিপকারী মি. রেনেল যে মানচিত্র তৈরী করে তাদের যমুনার কোন নাম ছিল না,যে মানচিত্রে ব্রক্ষপুত্রের ও দাওকোবা নদীর নাম পাওয়া যায়। ফকির সন্ন্যাসীগণ এই দর্গম চরে তাদের গোপন কার্যক্রম শুরু করেন। সেই সময় তাদের দলে এসে যোগদেন শাহ্ মাদার নামে একজন ধর্ম প্রচারক। তিনি সিরিয়া থেকে ধর্ম প্রচার করার জন্য এদেশে আগমন করেন। তাঁর পুরু নাম চিল সেয়দ বদিউদ্দিন কুতুব-উর মাদার। শাহ। মাদার ফকির বিদ্রোহের নেতা মজনু শাহ্ এর সাথে সরাসরি ফকির আন্দোলনে অংশগ্রহণ করেন।১৭৬৩ সালের দিকে শাহ্ মাদার দুর্গম এই চরে আগমন করার পর ফকিরগণ ত৭ার শিষ্যত্ব গ্রহণ করে এবং তারা মাদারিয়া সম্প্রদায় ভূক্ত হয়ে যান। ১৭৭২ সালে বর্ষায় ফকির-সন্ন্যাসী বগুড়া ও ময়মনসিংহ জেলার বিবিন্ন গ্রামে ব্যাপক লুটতরাজ ও দাঙ্গা সৃষ্টি করে। তারা কৃষকদের সর্বস্ব লুটে নেয়। এতে দেশে শুরু হয় ভয়াবহ অবস্থা। সন্ন্যাসী বিদ্রোহ কিছুটা দমন হলে ১৮১৫ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার ম্যাজিষ্ট্রেট মি. ইয়ার মাদারগঞ্জ এলাকায় আইন শৃঙ্খলা ও সরকারী ফরমান জারী করার জন্য ১৩ জন চৌকিদার নিয়োগ করেন।১৮৪৫ সালে জামালপুর মহকুমা প্রতিষ্ঠা হওয়ার পর ১৮৮২ সালে মাদারগঞ্জ একটি পুলিশ ফাডিঁ স্থাপন করা হয়। ফাঁডি স্থাপনের ২৪ বছর পর ১৯০৬ সালের ১৫ জুন পূর্ববঙ্গ আসাম গেজেটে মাদারগঞ্জ পুলিশ ফাঁডিকে পূর্নাঙ্গ থানায় রুপান্তর করা হয়। মাদারগঞ্জ সেই থেকে একটি থানার নাম। বর্তমানে ইহা একটি উপজেলার নাম।

এক নজরে

এক নজরে মাদারগঞ্জ উপজেলা

আয়তন                               :  ২২৫.৩৯ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা                             :   ২,৬৩,৬০৮ জন।

ভোটার সংখ্যা                       : ১,৬৬,১৩২ টি।

গ্রাম                                     : ১৩০ টি।

ঘনত্ব                                    :   ১১.৭০ প্রতি বর্গ কিলোমিটার।

নির্বাচনী এলাকা                     :   ০১ টি ।

ইউনিয়ন                              :   ০৭ টি,পৌর-০১টি ।

মৌজা                                  :   ১১৩ টি।

সরকারী হাসপাতাল                :   ০১ টি।

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র/              :   ০৪ টি।

কমিউনিটি ক্লিনিক                  :   ৩২ টি।

পরিবার পরিকল্পনা কেন্দ্র          :    ০১ টি।

পোষ্ট অফিস                         :   সাব-৩টি ব্রাঞ্চ-১৫ টি।

নদ-নদী                              :   ৩ টি খাল,০৭ টি বিল।

হাট-বাজার                          :   ২০ টি।

ব্যাংক                               :    ১০ টি বাণিজ্যিক ব্যাংক।

পৌরসভা                           :    ০১টি।

সরকারী প্রথমিক বিদ্যালয়       :     ১৫৯ টি।

রেজি: বেসরকারী প্রথমিক বিদ্যালয়  : ০১টি

কলেজ(সরকারী , বেসরকারী)   : সরকারী কলেজ ০১টি বেসরকারী কলেজ-০৪ কারিগরি কলেজ-০৫টি

মাধ্যমিক স্কুল                     : ৩৯ টি।

নিম্ন মাধ্যমিক স্কুল               : ১১ টি।

মাদ্রাসা                             : ২৭ টি। ফাজিল- ০২টি, আলিম-০৫টি, দাখিল- ২০টি।

মন্দির                               : ১৩টি।

শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মরক স্মৃতি স্তম্ভ্ : ১টি।

শহিদ মিনার                           : ০১ টি

জাতীয় তথ্য বাতায়ন

 

সহযোগী

সহযোগী সংগঠন ও সামাজিক প্রতিনিধীদের নিয়ে আর্থসামাজিক উন্নয়ন

আনন্দ

সকলের সহযোগীতায় আনন্দ বিনোদণের উদ্যোগ গ্রহন

সামাজিক দায়বদ্ধতা

সামাজিক দায়বদ্ধতা থেকে সবার জন্য উপকার করা

আমাদের সেবার প্রচেষ্টা

মাদারগঞ্জ সমিতি – ঢাকা

শিক্ষা বৃত্তি

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা।

শীতবস্র বিতরণ

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিনোদন

মাদারগঞ্জবাসী সবার জন্য বিনোদনের ব্যবস্থা করা

খেলাধুলা

খেলা ধুলার আয়োজন করা

স্বাস্থ্য সেবা

প্রান্তিক মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান

ত্রাণ

অসহায় মানুষদের ত্রাণ ও পুর্নবাসন করা

শিক্ষা বৃত্তি কার্যক্রম চলছে Book Now

মাদারগঞ্জ এর মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি

মাদারগঞ্জ সমিতি ঢাকা

বাংলাদেশ

সকলের তরে আমরা

মাদারগঞ্জের যে সকল শিক্ষার্থী গোল্ডেল জিপিএ ৫ পেয়েছে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে মাদারগঞ্জ সমিতি ঢাকা। আপনার সন্তানের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

যোগাযোগ করুন

শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

১ কপি ছবি

৫০০০/- নিবন্ধন ফি

মাসুদুল আজিম ফরিদ

আহবায়ক, আজীবন সদস্য সংগ্রহ

মাদারগঞ্জ সমিতি ঢাকা

যোগাযোগ করুন

শাহ্ মোহা. ফিরুজ

সমন্বয়কারী

আমাদের সাথেই থাকুন !

Call Us

০১৭১১৫৪০৩১৯

Email Us

madarganjsamity@gmail.com