মাদারগঞ্জ সমিতি-ঢাকা
Madarganj Samity – Dhaka
মাদারগঞ্জ সমিতি – ঢাকা
Madarganj Samity – Dhaka
প্রাচীন এই উপজেলা আমাদের প্রাণের বন্ধন। আমাদের হৃদয়ে বহমান যমুনা, বুকে কৃষকের কারুকাজ। ঐক্য আমাদের অহংকার আর চিন্তায় সংহতি, সেবা ও সমৃদ্ধি। আমাদের ঐক্যের ভিত্তি মাদারগঞ্জ সমিতি- ঢাকা। মায়ের আঁচলে ঢাকা যেন আমাদের এই ছোট্ট উপজেলা। trans4d
আমাদের কর্মসুচি
বংশ পরম্পরায় মানবিক চর্চার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কর্মে রুপান্তর করার মাধ্যমে আমাদের জীবনকে সমৃদ্ধ করবো এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। আমারা নিশ্চিত করতে চাই সমাজের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন, তৈরি করতে চাই দায়িত্বপূর্ন অংশীদারিত্ব এবং অর্জন করতে চাই প্রতিনিধীত্ব প্রতিটি ক্ষেত্রে।
মিলন মেলা
অনুষ্ঠান
অর্জন
যেভাবে আমরা কাজ করি
1
ঐক্য
ঐক্য আমাদের অহংকার
2
সংহতি
চেতনায় সংহতি
3
সেবা
সেবা আমাদের আদর্শ
4
সমৃদ্ধি
আমাদের অঙ্গীকার
আমাদের প্রদান করা পরিষেবা সমূহ
শিক্ষা বৃত্তি
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিভিন্ন শিক্ষামুলক কার্যক্রম
স্বাস্থ্য সেবা
মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা।
বিনোদন
প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক করার প্রয়াস
সভাপতির কথা
সেবা ও আদর্শের মহান প্রতিক মাদারগঞ্জ সমিতি – ঢাকা ।
ঢাকাস্থ মাদারগঞ্জ উপজেলার গুনীজনদের সমন্বয়ে গঠিত এই সমিতি যাত্রালগ্ন থেকে আর্তমানবতার সেবা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ইত্তাদি সেবা ও কল্যানমূলক কাজে নিয়োজিত, নিবেদিত। সমিতির সাথে আজ অবধী যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাদারগঞ্জ সমিতি – ঢাকা, ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে ইতিপূর্বে এলাকার গুনীজনদের সম্মাননা, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শীতার্থদের শীতবস্ত্র বিতরণ, গরীব মেধাবীদের ঢাকায় অবস্থান করে বিভিন্ন স্কুল – কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চিন্তামুক্ত অধ্যায়নের পরিবেশ সৃষ্টিতে অভিভাবকের দায়ীত্ব পালন করছে। তাদের অর্থ ও সান্তনা দিয়েও অধ্যায়ন অব্যাহত রাথতে প্রেরনা দিয়ে আসছে।
এছাড়াও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সুব্যবস্থাও মাদারগঞ্জ সমিতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।
প্রতিষ্ঠাকাল থেকেই রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে মাদারগঞ্জ বাসীকে ঐক্যবদ্ধ করার মধ্যদিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে – কর্মসংস্থানের ব্যবস্থা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মরণ সভা ও বিভিন্ন আচার- অনুষ্ঠান যেমন, বনভোজন, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো অনেক অনুষ্ঠান উদযাপন করে আসছে।
এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সবার সুস্বাস্থ্য কামনা করছি।
মোঃ মাহবুবর রহমান রিপন
সভাপতি, মাদারগঞ্জ সমিতি- ঢাকা
মহা -সচিবের কথা
রোদেলা সকালে সেবা ও আদর্শের মহান প্রতীক ‘মাদারগঞ্জ সমিতি-ঢাকা’ কর্তৃক আয়ােজিত পারিবারিক মহা মিলন মেলা অনুষ্ঠান-২০২২” আগত সবাইকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম।
এ দুর্গম পথ আমার জন্য সমতল ও মসৃণ হয়েছে সমিতির সুযােগ্য সভাপতি, সহ-সভাপতিগণ, মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্যের স্বত:স্ফুর্ত ও হৃদ্যতাপূর্ণ সহযােগিতার । বদৌলতে। এছাড়া সমিতির মাননীয় উপদেষ্টামণ্ডলী অনুষ্ঠান পরিকল্পনা ও আয়ােজনের নানা সময়ে নানা ভাবে যৌক্তিক ও । বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়ে অনুষ্ঠান আয়ােজনকে গতিশীল করেছেন, করেছেন পরিশীলিত। মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কর্মময় জীবনে শত ব্যস্ততার মাঝেও অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এ ক্ষুদ্র আয়ােজনে যথারীতি সাড়া দিয়েছেন, শামিল হয়েছেন। তাদের সদয় উপস্থিতি এক দিকে যেমন অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেছে ও অনুষ্ঠানকে সার্থক করে তােলেছে, ঠিক তেমনি যাদের জন্য আজকের এই আয়ােজন আমাদের আনন্দ, উচ্ছলতা ও সুখানুভূতি বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এজন্য তাদের প্রতি রইল আন্তরিক অভিবাদন ও বিশেষ কৃতজ্ঞতা
যার আন্তরিক সহযােগিতা ও সক্রিয় কর্মতৎপরতার কল্যাণে এ স্মরণিকা প্রকাশ সম্ভব হলাে তিনি হলেন এ স্মরণিকার আহবায়ক ও সমিতির সহ- সভাপতি জনাব শাহ মােহা, ফিরুজ। তাঁর প্রতি রইল অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা। মননশীল ও সাহিত্যমনা যে সব ব্যক্তি তথ্যবহুল ও জ্ঞানগর্ভ লেখা দিয়ে স্মরণিকার কলেবর বৃদ্ধি ও মানােন্নয়নে সহযােগিতা করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মােবারকবাদ। এছাড়া এ অনুষ্ঠানকে সাফল্ যমণ্ডিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যে অকুণ্ঠ সমর্থন, ত্যাগ ও সহযােগিতার হাত প্রসারিত করে। কল্পনাতীত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ, অনুপ্রাণিত ও অভিভূত।
এ অনুষ্ঠান মূল্যায়নের গুরুভার সংশ্লিষ্ট সবার উপর অর্পণ করার আনন্দ পেতে চাই। অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি ও উৎকর্ষ । সাধনে আয়ােজক কমিটির চেষ্টা ও আন্তরিকতার কমতি ছিল না। তবুও হয়তাে দৃষ্টির অগােচরে রয়ে গেছে অনিচ্ছাকৃত অসংখ্য ত্রুটি-বিচ্যুতি। তাই অকপটে বলতে চাই, এর সাফল্যের কৃতিত্ব সবার আর ব্যর্থতার দায় সবটুকু আমার ।
এ্যাডভোকেট মোঃ জুলফিকার আলী বাবুল
মহা- সচিব, মাদারগঞ্জ সমিতি- ঢাকা
মাদারগঞ্জ সমিতি- ঢাকা
মাদারগঞ্জ সমিতি – ঢাকা, ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে ইতিপূর্বে এলাকার গুনীজনদের সম্ম্ননা, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণশিীতার্থদের শীতবস্ত্র বিতরণ, গরীব মেধাবীদের ঢাকায় ।বস্থান করে বিভিন্ন স্কুল – কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিন্তামুক্ত অধ্যায়নের পরিবেশ সৃষ্টিতে অভিভাবকের দ্বায়ীত্ব পালন করছে। তাদের অর্থ ও সান্তনা দিয়েও অধ্যায়ন অব্যাহত রনাথতে প্রেরনা দিয়ে আসছে।
1xslots казино
К сожалению, на просторах интернета встречаются негативные мнения по поводу подобных сайтов. Не стоит забывать, что 1xslots не будет являться основным источником дохода. Да, это просто развлечение с возможностью получить хорошую прибыль. Несколько сотен человек...
ইভেন্ট
সবচেয়ে জনপ্রিয়
মাদারগঞ্জ উৎসব
২৭ জানুয়ারী ২০২৩- + কুপন মূল্য – ৮০০ টাকা মাত্র -জনপ্রতি
- পিকনিক ২০২৩
- জিরাবো, আশুলিয়া, সাভার
শিক্ষা বৃত্তি
আবেদন করতে পারেন- মাধ্যমিক
- সম্মান
- বিজ্ঞান
- ভাষা শিক্ষা
- ২০২২